Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের অভিযানে ১০ কেজি গাজাসহ আটক ১

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৩ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৮ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া উত্তর বাজার এলাকা থেকে সাহাবুদ্দিন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী একটি বিশেষ টিম।

বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মাদক এর নেতৃত্বে এসআই আব্দুল করিম, এসআই ইকবাল বাহার ও এসআই আব্দুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল পুলিশ  মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া উত্তর বাজারের রানা ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তল্লাশি করলে ১টি সাদা প্লাষ্টিক বস্থার মধ্য থেকে ১০ টি আলাদা পলিথিনের মধ্যে করে ১০ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়।  

মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল।সে মাধবপুর উপজেলার নারায়নপুর গ্রামের মোহন মিয়া পুত্র।

পরে মাদক জেলা গোয়েন্দা পুলিশ এসআই ইকবাল বাহার বাদি হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন মিয়া বিরুদ্ধে মাদক আইনের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিম জানান, মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অভাহত থাকবে।

Bootstrap Image Preview