বগুড়ার সারিয়াকান্দিতে ডাব গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল হান্নান প্রামানিক (৪৫) নামের একজন নিহত হয়েছে।
আজ বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত হান্নান উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মরহুম গিয়াস উদ্দীনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছরের পুত্র ও তিন বছরের কন্যা সন্তান সহ অনেক গুণিগ্রাহী রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ সহ কয়েকজন জানান, সকালে হান্নান নিজ বাড়ীর উঠানে ডাব গাছ পরিস্কার করার জন্য গাছে উঠলে গাছের পাশে থাকা ৩৩হাজার মেগাওয়াট বিদ্যুৎপরিবাহি তারের সাথে সংস্পর্শ লেগে বিদ্যুৎতাড়িত হয়ে গাছেই তার মৃত্যু হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে গাছ থেকে নামাতে গেলে সামন্য স্পর্শতেই মাটিতে পরে যায়। এমন মর্মান্তিক মৃত্যুতে প্রতিবেশী ও স্বজনদেরর কান্নায় আকাশ ভারি হয়ে আসছে।
এ বিষয়ে কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী মন্ডলের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।