Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ৫টি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৮ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৮ AM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল চেকপোষ্ট থেকে ৫টি স্বর্ণের বারসহ মাসুদুর রহমান নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে আটক করা হয়।

আটককৃত মাসুদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাদের হাট গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং- বিএইচ-০৮৭১৩৭০।

কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস গেট থেকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে তার পায়ুপথ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা।

আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview