Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুর মাদ্রাসা পরিচালকের স্ত্রী ও ছাত্রকে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১০ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১০ AM

bdmorning Image Preview


গাজীপুর জেলার যোগীতলা হুফফাজুল কোরআন মাদ্রাসার পরিচালকের স্ত্রী ও এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।

 জানা গেছে, ফজর নামাজের জন্য ছাত্রদের নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এ সময় কে বা কারা মাদ্রাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও নুরানী ক্লাসের ছাত্র মামুনকে (১০) কুপিয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, মাদ্রাসার মধ্যে একটি কক্ষে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খলিল।

আজ ভোরে ফজর নামাজের সময় মাদ্রাসার সব ছাত্রকে নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এ সময় অপরিচিত কয়েক জন মাদ্রাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও নুরানী ক্লাসের ছাত্র মামুনকে (১০) কুপিয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এব্যাপারে মাদ্রাসা পরিচালক বলেন, তার পূর্বের স্ত্রী এ খুনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাসন থানার ওসি মোক্তার হোসেন।

Bootstrap Image Preview