Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে কার্ডধারীদের মাঝে মাসিক ভিজিডির খাদ্যশস্য বিতরণ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২ AM

bdmorning Image Preview


বান্দরবানে কার্ডধারীদের মাঝে মাসিক ভিজিডির খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।  

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমার উপস্থিতিতে পরিষদ কার্যালয়ে ২০১৭-১৮ অর্থ বছরের মোট ৪৪৩ জন গরীব ও দুস্থ কার্ডধারীদের মাঝে মাথা পিছু ৩০ কেজি করে খাদ্যশস্য বিতরণ করা হয়।

খাদ্যশস্য বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুয়ালক ইউপি মেম্বার শৈক্যহ্লা মারমা ও মহিলা ইউপি মেম্বার মাসাথুই মারমাসহ আরো অনেকে।

প্রতি মাসে সুয়ালক ইউনিয়ন পরিষদের আয়োজনে এই খাদ্যশস্য বিতরণ করা হয়।

খাদ্যশস্য বিতরণকালে ইউপি সদস্যগণ বলেন, সরকার দেশের উন্নয়নের দুস্থ অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এছাড়াও নানা রকম গ্রামীণ উন্নয়নমূলক কাজে গ্রামের বেকার ছেলে মেয়েদের কর্মমুখী করে আত্মনির্ভরশীল হওয়া জন্য হাতে কলমে নানা রকম প্রশিক্ষণ প্রদান করে বেকার সমস্যা সমাধানের চেষ্টা করছে।  

Bootstrap Image Preview