Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভবঃ টিআইবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩ AM

bdmorning Image Preview


দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নির্দলীয় সরকারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মধ্যেই এমন অবস্থানের কথা জানাল সংস্থাটি।

সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সুশাসন ও শুদ্ধাচার বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করা হয়।

টিআইবি প্রধান বলেন, ‘রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডার যারা আছেন তারা যদি সহায়ক ভূমিকা পালন করেন, তাহলে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচনর সম্ভব।’

তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রে আস্থাহীনতার সংকট রয়েছে বলে মনে করেন ইফতেখারুজ্জামান। বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার প্রবণতা লক্ষ্য করা যায়। নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে না নেয়ার প্রবণতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।’

‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাকে একছত্রভাবে কেন্দ্রীয়করণের প্রবণতা বিদ্যমান। ফলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হ্রাস পেয়েছে। দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনে আস্থাহীনতার সংকট রয়েছে।’

Bootstrap Image Preview