Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিহারিদের জন্য নির্মাণ হচ্ছে ৬ হাজার ফ্ল্যাটঃ গণপূর্ত মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৩ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৩ AM

bdmorning Image Preview


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, বিহারীদের জন্য নির্মাণ করা হচ্ছে ৬ হাজার ৩২০টি ফ্ল্যাট।

রবিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারদলীয় সদস্য সোহরাব উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গৃহায়নমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরে বসবাসরত বিহারীদের জন্য পর্যাপ্ত নাগরিক সুবিধাসহ ফ্ল্যাট নির্মাণ করে বাসস্থানের ব্যবস্থা করার জন্য ঢাকাস্থ কেরাণীগঞ্জ উপজেলায় ৬ হাজার ৩২টি এবং চট্টগ্রামের হালিশহরের বি ব্লকে ২৮৮ টি প্লাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, ঢাকায় অস্বাস্থ্যকর ও অমানবিকভাবে বসবাসরত বস্তিবাসীদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ৩টি আলাদা প্রকল্পের আওতায় (ভাড়া ভিত্তিক) মোট ১১ হাজার ৮৩ টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরো জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের জন্য ৪টি সরকারি আবাসন প্রকল্পের আওতায় ১ হাজার ৫১২টি ফ্লাট নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ১৯টি চলমান প্রকল্পের আওতায় ৮ হাজার ১৯০ টি ফ্ল্যাট নির্মাণের সংস্থান রয়েছে।

Bootstrap Image Preview