Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি সালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী সিদ্দীকির বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। 

ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ৪ অভিভাবক সদস্য রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।  

সংবাদ সম্মেলনে ভান্ডারবাড়ি সালেহা জহুরা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ৪ সদস্যর পক্ষে আব্দুল লতিফ লিখিত বক্তব্য পাঠ করেন। 

তিনি বলেন, আমরা অত্র বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য। অথচ আমাদের না জানিয়ে এবং বন বিভাগের অনুমতি ছাড়াই ১০ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গন থেকে অবৈধভাবে এন্ট্রি কড়ই গাছ কর্তন করেছেন প্রধান শিক্ষক। গাছ কাটার ফলে বিদ্যালয় এলাকায় প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয়েছে। গাছের কাটা অংশের মূল্য প্রায় ৫০ হাজার টাকা। 

প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের উন্নয়নের নামে গাছ বিক্রয়ের সমুদয় টাকা আত্মসাতের বিভিন্ন কৌশল করছেন। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

উক্ত সংবাদ সম্মেলনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী, হযরত আলী ও মিষ্টার হক উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview