Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্ষামঙ্গল অনুষ্ঠানে যোগ দিতে ভারতের ১৫ সদস্যের শিল্পীগোষ্ঠী এসেছে বাংলাদেশে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩১ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩১ PM

bdmorning Image Preview


হিলি প্রতিনিধি

বর্ষামঙ্গল নামের এক অনুষ্ঠানে যোগদিতে ভারতের ১৫ সদস্যের একটি শিল্পীগোষ্ঠীর দল দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন।

আগামীকাল সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় বর্ষামঙ্গল নামের অনুষ্ঠানে সঙ্গিত ও নৃত্য পরিবেশন করবেন।

শনিবার বিকেল ৪টার দিকে ওই ১৫ সদস্যের একটি শিল্পীগোষ্ঠীর দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে আসেন। ওই দলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রয়েছেন।

ভারতীয় শিল্পীগোষ্ঠীর দলের কুনাল রায় নামের একজন শিল্পী জানান, আগামীকাল সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বর্ষামঙ্গল নামের একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তাদের আমন্ত্রণে আজ আমরা ১৫ সদস্যের একটি শিল্পী গোষ্ঠীর দল বাংলাদেশে এসেছি। আগামীকাল সেখানে পারফর্ম করে পরের দিন আবার আমরা ভারতে ফিরে যাবো।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরন রায় নিশ্চিত করে জানান, আগামীকাল উপজেলা দুর্নিতী দমন কমিটির আয়োজনে বর্ষামঙ্গল নামের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের ওই শিল্পীগোষ্ঠীর এখানে আসার কথা রয়েছে। তারা আগামীকাল সকালে সেখানে পারফর্ম করবেন।

Bootstrap Image Preview