Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি শাসনামলে রাজাপুর উপজেলা একটি সন্ত্রাসের জনপদ ছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৪ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৪ PM

bdmorning Image Preview


ঝালকাঠি প্রতিনিধি

বজলুল হক হরুন এমপি বলেছেন, বিএনপি শাসনামলে রাজাপুর উপজেলা একটি সন্ত্রাসের জনপদ ছিল। ওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ উপজেলায় এখন শান্তি বিরাজ করছে। এই শান্তি ও উন্নয়ন ধরে রাখতে আবারও আ'লীগকে ক্ষমতায় আনতে হবে। সেজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। দলের মধ্যে কোন কোন্দল থাকলে তা মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বর্থে কাজ করতে হবে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা আ'লীগের বাইপাস মোড়স্থ প্রধান কার্যালয়ে রাজাপুর উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে এক যৌথসভায় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং উপজেলা আ'লীগের সভাপতি বজলুল হক হরুন এমপি এসব কথা বলেন।

এ সময় এমপি নিজেকে নায়ক উল্ল্যেখ করে সাংসদ হারুন বলেন, ‘সিনেমায় যেমন শেষ পর্যন্ত ভিলেনের পরাজয় হয় তেমনি রাজাপুরেও ভিলেনের পরাজয় হবে এবং আমিই জয়ী হবো।’

সভায় উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক এএইচএম খায়রুল আলম সরফরাজ,  সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরউজ্জান মনির, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খলিফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার বক্তব্য রাখেন।

বক্তব্যে আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করা ও দলীয় বিভেদ দূর করতেই এই যৌথ সভার আয়োজন করা হয়েছে বলেন দলের নেতারা।

এদিকে উপজেলা আ'লীগের সাংগঠনকি সম্পাদক নজরুল ইসলাম স্বপন তালুকদার, রিয়াজ হোসেন মাতুব্বর ও মাসুদ সিকদার, জালাল আহমেদ, নাছির মৃধা, জাকির হোসেন, হেমায়েত উদ্দীনসহ উপজেলা আ'লীগের একাংশ যৌথসভা বর্জন করে উপজেলা যুবলীগ কার্যালয়ে তাদের অনুসারী নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করেন।

Bootstrap Image Preview