Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার গাজীপুরেও পুলিশকে সহযোগীতা করবে স্কাউট সদস্যরা

সাখাওয়াত হোসেন সানি,শ্রীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৬ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


গাজীপুরে শ্রীপুর চৌরাস্তায় শ্রীপুর থানা পুলিশের আয়োজনে ট্রাফিক আইন ব্যাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মসূচী শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টায় শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় ও রহমতআলী সরকারী কলেজের স্কাউট সদস্যদের সহযোগীতায় এ কর্মসূচী শুরু হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) হেলাল উদ্দিন জানান, অবৈধ যানবাহন চলাচল ,হেলমেটবিহীন মোটর সাইকেল চালানো,ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র চেকিং,অবৈধ পার্কিং সহ ট্রাফিক আইন বাস্তবায়নে স্কাউট সদস্যরা পুলিশকে সহযোগীতা করবে। আইন অমান্যকারীদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে। 

শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ট্রাফিক আইন ব্যাস্তবায়নে স্কাউট সদস্যদের সহযোগীতায় উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ নিয়মিত জনসচেতনতা মূলক কর্মসূচী পালন করবে। 

শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র স্কাউট সদস্য ফয়াছ মন্ডল বলেন,ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও আইন বাস্তবায়নে পুলিশকে সহযোগীতা করব। 

উপস্থিত ছিলেন,এস আই. মাহমুদ, এস আই. মোহসীন ,এ এস আই মহব্বত আলী, শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় স্কাউট শিক্ষক মো: হোসেন আলী,প্রমূখ।

এ সময় ৪৭ জন স্কাউট সদস্য পুলিশকে সহযোগীতা করেন। 

প্রসঙ্গত,শিক্ষার্থীদের 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের পর থেকে পুলিশের সাথে কাজ করছে স্কাউট সদস্যরা।

 

Bootstrap Image Preview