Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে নারীসহ ১৮ রোহিঙ্গা আটক

শহিদুল ইসলাম
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৬ PM

bdmorning Image Preview


শহিদুল ইসলামবেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করে বিজিবি।

যশোর ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী পরিবহণ যোগে বেশকিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে অভিযান চালানো হয়। বিকাল ৫টার দিকে যাত্রীবাহী একটি বাস তল্লাশী করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Bootstrap Image Preview