Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

রনজিৎ বর্মন শ্যামনগর,(সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৬ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৬ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১২টি ইউনিয়নে ৬২ জন ডিলারের মাধ্যমে হতদরিদ্র জনগণের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে। মোট ৬২ জন ডিলারের অনুকুলে বরাদ্দকৃত কার্ডের সংখ্যা ৩১,৮০৯টি ও প্রতি মাসে বরাদ্দকৃত খাদ্যশস্যের পরিমান ৯৫৪.২৭০ মেট্রিক টন বলে জানা গেছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা যায়, ইউনিয়ন অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের সংখ্যা ভূরুলিয়া-৩ জন, কাশিমাড়ী-৫ জন, শ্যামনগর-৭ জন, নুরনগর-২ জন, কৈখালী-৪ জন, রমজাননগর-৩ জন, মুন্সীগঞ্জ-৮ জন, ঈশ্বরীপুর-৮ জন, বুড়িগোয়ালিনী-৫ জন, আটুলিয়া-৬ জন, পদ্মপুকুর-৪ জন ও গাবুরা-৭ জনসহ মোট ৬২জন।

ইউনিয়ন অনুযায়ী ডিলারদের দোকানের অবস্থান হিসাবে জানা যায়, ভূরুলিয়া ইউপি-চালিতাঘাটা বাজার, কাশিমাড়ী ইউপি-কাশিমাড়ী বাজার, নতুন বাজার কাশিমাড়ী, শংকরকাটি বাজার, শ্যামনগর ইউপি-কলেজ মার্কেট, শ্যামনগর, গোডাউন মোড়, নকিপুর বাজার, হায়বাতপুর মোড়, সোনার মোড়, নুরনগর ইউপি-নুরনগর বাজার, কৈখালী ইউপি-কৈখালী বাজার, কৈখালী, রমজাননগর ইউপি-ভেটখালী বাজার, মুন্সীগঞ্জ ইউপি-জেলেখালী বাজার, হরিনগর বাজার, মুন্সীগঞ্জ বাজার, সুন্দরবন বাজার, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ইউপি-গুমানতলী, ঈশ্বরীপুর বাজার, বংশীপুর বাজার, নাছির আলী মোড়, ঈশ্বরীপুর, কামাল মাষ্টারের মোড়, বুড়িগোয়ালিনী ইউপি-কলবাড়ী বাজার, আড়পাঙ্গাশিয়া বাজার, আটুলিয়া ইউপি-নওয়াবেঁকী বাজার, চুনারবাজার আটুলিয়া, হেনচিবাজার, আটুলিয়া, মহেন্দ্র মোড়, পদ্মপুকুর ইউপি-গড়কুমারপুর বাজার, পাতাখালী বাজার, পাখিমারা বাজার, চন্ডিপুর বাজার, পদ্মপুকুর, গাবুরা ইউপি-ডুমুরিয়া বাজার, নাপিতখালী বাজার, চকবারা বাজার, চেীদ্দরশিবাজার, চাঁদনীমুখা বাজার এবং গাবুরা।

জানা যায়, সপ্তাহের তিন দিন রবি,মঙ্গল ও বৃহস্পতিবার ডিলারদের নিকট থেকে কার্ডধারীরা সকাল ৯টা থেকে ৫টার মধ্যে চাল সংগ্রহ করতে পারবেন। এক জন কার্ডধারী ১০টাকা দরে ৩০ কেজি চাল পাবেন। এছাড়া প্রতিটি ডিলারের দোকানে তথ্য যুক্ত ব্যানার টানানো থাকবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ তিন মাস খাদ্য বান্ধব কর্মসূচির চাল কার্ডধারীরা পাবেন।

আরও জানা যায়, উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচিতে সুষ্ঠভাবে চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা ও তদারকির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও তদারকি কর্মকর্তাকে চিঠি প্রেরণ করে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার গোডাউন মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার।

Bootstrap Image Preview