Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়া-টেকনাফ আসনে জামানত হারাচ্ছে ৪ প্রার্থী

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টোকনাফ) সংসদীয় আসনে ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই জামানত হারাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তার ঘোষনা করা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আইন অনুসারে, কোন প্রার্থী তাঁর আসনে ভোটারদের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগেরও কম ভোট পেলে তিনি জামানত ফেরত পান না। জামানতের সেই অর্থ জমা হবে সরকারি কোষাগারে।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহিন আক্তার কাছে ধরাশায়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী। শাহীন আক্তার পেয়েছেন ২ লাখ ২হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৯৫৭ ভোট।

এ আসনে একশ'টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৩৮ হাজার ১৮৮ জন। সে হিসেবে জামানত ফেরত পাওয়ার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ২৯ হাজার ৭৩৩ ভোটের। এ আসনে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী ছাড়া অন্য ৪ প্রার্থীর কেউ এর কাছাকাছি ভোটও পাননি। তাই জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব (১ হাজার ৫১২ ভোট), ইসলামী ঐক্যজোটের রবিউল হোছাইন (২১৮ ভোট), জাতীয় পার্টির আবুল মঞ্জুর (১৮১ ভোট) ও মুসলিম লীগের সাইফুদ্দিন খালেদ (৬৮ ভোট)।

Bootstrap Image Preview