Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের মাটি স্পর্শ করলো সৈয়দ আশরাফের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


কফিনে শুয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। ক্যান্সারের কাছে হার মেনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ৩ জানুয়ারি (বৃহিস্পতিবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর অবশেষে দেশে পৌঁছেছেন তিনি। তবে পৌঁছেছে শুধু তার নিথর দেহ।

সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট মেঘদূত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি টার্মিনাল লাগোয়া রানওয়েতে অবতরণের পর বিমানের কার্গোভল্ট থেকে নামানো হয় সৈয়দ আশরাফের মরদেহ।

সৈয়দ আশরাফের মরদেহবাহী কফিন গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য সাংসদ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীসহ সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের স্বজনদের সঙ্গে নিয়ে মরদেহ গ্রহণ করেন তিনি।

বিমান থেকে মরদেহ নামানো হলে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ আওয়ামী লীগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

বিমানবন্দর থেকে সৈয়দ আশরাফের মরদেহ পূর্ণ প্রটোকলে নিয়ে যাওয়া হবে। প্রটোকল পুলিশের নিরাপত্তা সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সও করে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হবে বেইলি রোডের বাসায়।

Bootstrap Image Preview