Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার মোটরসাইকেলেবহরে হামলা চালিয়ে বেশকিছু নেতাকর্মীদের মারপিটসহ একটি বাইক পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এদের মধ্য চারজনকে নন্দীগ্রাম (বিজরুল) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম বকুল বাদী হয়ে বিএনপির ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মহাজোট মনোনীত নৌকার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন এর পক্ষে শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার শিমলা বাজারে জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ নেতাকর্মীরা গণসংযোগ শেষে নন্দীগ্রামে ফেরার পথে নামুইট এলাকায় পৌঁছিলে ধানের শীষের নেতাকর্মীরা তাদের বাইক বহরে হামলা চালায়। এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণসহ একটি বাইকে আগুন দেয়। হামলায় নৌকা মার্কার কর্মী আহসান হাবীব সজিব, রাশেদুল ইসলাম রিপন, রাব্বী হাসান, মিশকাত হোসেন আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ভস্মীভূত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 
 

Bootstrap Image Preview