Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অধ্যাপক মাহাবুবুর রহমানের মৃত্যুতে সংসদ উপনেতার শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:২২ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:২২ PM

bdmorning Image Preview


আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক মো. মাহাবুবুর রহমান ইন্তেকাল করেছেন।

শনিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। 

মহাপরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের উপনেতা ফরিদপুর-২ আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। 

ফুসফুস রোগে আক্রান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে লাইফ সাফোর্টে ছিলেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিকালে প্রচন্ড জ্বরে আক্রান্ত হন মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান। সেদিন রাতেই পরিস্থিতির অবনতি হলে তাকে একটি বে-সরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ২০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে অক্সিজেন দিয়ে কেবিন ব্লকের ৭ম তলার আইসিইউতে রাখা হয়েছিলো।

পরে ২৩ সেপ্টেম্বার অবস্থার কোন উন্নতি দেখা না গেলে তাঁকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


 


 

Bootstrap Image Preview