Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৯:৩৬ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৯:৩৭ PM

bdmorning Image Preview


মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়ায় সকাল ১০টায় জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস উদযাপনে অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরে সকল রক্ত যোদ্ধাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ নভেম্বর) উক্ত র‍্যালি চকরিয়া থানা রাস্তার মাথা থেকে শুরু করে জনতা শপিং কমপ্লেক্স ময়দানে শেষ হয়। 

 

র‍্যালির শুভ উদ্বোধন করেন, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু। প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাবেক ছাত্রনেতা অালহাজ্ব হায়দার অালী।

উদ্যোক্তা ও এডমিন নুরুল কবির মিলনের সঞ্চালনায় রক্তদাতা দিবসের শীর্ষক অালোচনা ও সূচনা বক্তব্য প্রদান করেন, সংগঠনের উপদেষ্টা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি 'র সদস্য জিয়া উদ্দিন। 

সমাপনী বক্তব্য প্রদান করেন, প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা অালহাজ্ব হায়দার অালী। তাঁর বক্তব্যে বলেন, আত্মার বন্ধনে, রক্তের প্রয়োজনে, কাঁধে কাঁধ মিলিয়ে, মনবতার চাদরে, হাতে হাত রেখে, বিশ্ব বিবেককে জাগ্রত করে, সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাবো বহু দূরে। মানবতার কল্যাণে সর্বাত্মক সহযোগিতা করে যাবো।

উক্ত র‍্যালি পরিচালনা করেন, সংগঠনের উপদেষ্টা হোসাইন উজ্ জামান, সংগঠনের উদ্যোক্তা ও এডমিন রবিউল হাসান ও সাইফুল ইসলাম সাইমন।

দেশের সকল রক্তদাতার প্রতি স্বশ্রদ্ধ শুভেচ্ছা ও যথাযোগ্য মর্যাদায় পালনে উক্ত র‍্যালিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএম পাইলট, অারাফাত হোছাইন, মো: অামীর হোছাইন, ফরহাদ অাহমদ সজল, জমির উদ্দিন জয়, ইবনুল অাবিদ, হেলাল উদ্দিন, অাহমেদ তাকরিম, অাবুল কাশেম, অাবু নাঈম, অাব্দুল্লাহ্ অাল মিহাদ, মো: সাঈদুল আলম, কফিল উদ্দিন প্রমুখ।

প্রোগ্রামের একপর্যায়ে সংগঠনের উপদেষ্টা হোসাইন উজ্ জামান বলেন, অাজ সারা দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদাতাদেরকে উৎসাহিত করতে এই দিবসটি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা অাজও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনটিকে উদযাপন করেছি। এতে সবার সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।

Bootstrap Image Preview