Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি, ব্যবসায়ীর জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহকৃত ৪৫ টাকা দরের পেঁয়াজ ৮০ টাকা কেজিতে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ের এক ডিলারকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ডিলার সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার (১৪ ডিসেম্বর) সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড বাজারে ৮০ টাকা কেজিতে সেই পেঁয়াজ বিক্রি করেছেন আশরাফুল।

স্থানীয়রা অভিযোগ দিলে রোববার সকালে ডিলার আশরাফুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করায় সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Bootstrap Image Preview