Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের আকাশে যুদ্ধবিমান, জনমনে আতঙ্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৯:২৮ AM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৯:২৮ AM

bdmorning Image Preview


সিলেটের আকাশে একটি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। যুদ্ধবিমানের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে সিলেটবাসী।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঘটনাটি ঘটে।

যুদ্ধবিমানের বিকট শব্দের কারণে অনেককে তখন যে যার মতো ছুটোছুটি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। আকাশ কাঁপিনো এতো বিকট শব্দ ইতিপূর্বে কেউ শোনেনি বলে জানান স্থানীয়রা। সেজন্যই এই আতঙ্ক।

স্থানীয় একজন জানান, সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধাংদেহী পরিস্থিতির কথা স্মরণ করেই হয়ত বেশি ভয় পেয়েছে নগরবাসীরা।

জানা গেছে, বিমানের এই মহড়ার স্থায়িত্ব ছিলো প্রায় ২০ মিনিট।

এ সময় আতঙ্কিত নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, লামাবাজার, মিরাবাজার, সোবহানীঘাটসহ পুরো নগরীর মানুষ দিক-বিদিক ছুটোছুটি শুরু করেন।

বিষয়টি নিয়ে সিলেটে গতকাল থেকে এখনও গুঞ্জন চলছে। কেউ কেউ বলছেন, যুদ্ধবিমানটি সম্ভবত মহড়া প্রদানের বিশেষ উদ্দেশ্যে আকাশে উড়েছে।

এ বিষয়ে সিলেটের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে অনেকে জানিয়েছেন, আতঙ্কিত হবেন না। এ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ এমবি বিমান। এর ওড়ানোর প্রশিক্ষণ চলছে। আগামীকালও এর মহড়া চলবে। তবে ফেসবুকে এসব বার্তার সত্যতা বিষয়ে কিছু জানা যায়নি।

Bootstrap Image Preview