Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিআরটি'র অভিযানে বাড়ছে চালকদের লাইসেন্স করার তৎপরতা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


শৃঙ্খলা ফেরাতে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নরসিংদী রোড ট্রান্সপোর্ট বিআরটিএ। বিভিন্ন সময়ে বিভিন্ন স্পটে এ অভিযান করে আসছে। অভিযানে বিআরটিএ সফলতা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ির অসচেতন চালকরা প্রায় সময়ই ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাচ্ছে গাড়ি। এতে ঢাকা- সিলেট মহাসড়ক সহ গ্রামাঞ্চলেও প্রায় সময় ঘটছে নানা দুর্ঘটনা। 

অনিয়ন্ত্রিত মোটরসাইকেল, সিএনজি, তিন চাকার যানবাহনসহ বিভিন্ন যানবাহনের চালকরা ড্রাইভিং লাইসেন্স না করে মিথ্যা তথ্য দিয়ে থানাতে জিডি করে জিডির কাগজগুলি ট্রাফিক পুলিশকে দেখিয়ে পার পেয়ে যায়।

তেমনি মনোহরদী পরিবহনের মোঃ হাসিম (৩৮) দীর্ঘ সাত বছর যাবত ড্রাইভিং লাইসেন্স না করে জিডি দেখিয়ে পার পেয়ে যাচ্ছে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, থানায় বিনা খরচে একটি জিডি করি ও ড্রাইভিং লাইসেন্স করতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগায় দ্রুত পদ্ধতি ব্যবহার করতে এই সুবিধা ভোগ করি।

এদিকে  নরসিংদী  বিআরটির তৎপরতায় প্রায় বিভিন্ন স্পটে বিভিন্ন সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে চালকদের জরিমানাসহ বিভিন্ন শাস্তি প্রদান করেন। তাতেই এই জেলার চালকদের সরকারি নিয়ম মাফিক লাইসেন্স করার প্রতি আগ্রহ বাড়ছে না চালকদের। 

বিগত সময়ের তুলনায় বর্তমান সময়ে এ বিআরটি অফিসে ভিন্ন ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। খুব সহজেই ব্যাংকে ড্রাফ্ট করে অফিসে ফাইল জমা দিলে দ্রুত সময়ে নাম্বার প্লেট পাচ্ছে গ্রাহকরা।

এখন থেকে নরসিংদীর এই জেলায় ত্রুটিপূর্ণ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন, বিআরটির প্রধান কর্মকর্তা। 

অপ্রাপ্ত বয়স্ক গাড়ি চালক ও বেপরোয়া গাড়ি চলাচল যাতে না করতে পারে সে ব্যাপারে বিশেষ নজর থাকবে বলে সংবাদকর্মী রুদ্রকে জানিয়েছেন বিআরটির প্রধান কর্মকর্তা। অভিযান চলাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদেরও জরিমানা করা হবে।

এদিকে নরসিংদী ট্রাফিক পুলিশ জেলা পরিষদ থেকে জেলখানার মোড় পর্যন্ত একটি গাড়ির চালককে মামলা দিয়েছে রুট পারমিট না থাকার কারণে।

মোঃ বিল্লাল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, তার হেলমেট ও লাইসেন্স না থাকার কারণে জরিমানা করা হয়েছে। তারপরও এ ধরনের অভিযান অব্যাহত থাক। আমাকে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করার জন্য অবগত করা হয়েছে।

জেলার পরিবহন শ্রমিক নেতারা বলেন, বর্তমানে দায়িত্বে থাকা বিআরটির প্রধান কর্মকর্তার সচেতনতার সাথে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ায় আমাদের চালকদের ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে।

রাজনীতি বিশেষজ্ঞরা মনে করেন, শৃঙ্খলা ধরে রাখতে হলে চালকদের একটু সচেতন হতে হবে ও কর্তৃপক্ষে কাছে গিয়ে সেবা পেতে আগ্রহী হতে হবে। তাহলে দুর্নীতির ক্ষেত্রে হ্রাস শূন্যের কোটায় নেমে আসবে। 
 

Bootstrap Image Preview