Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে অর্ধকোটি টাকার ট্যাবলেট ও কসমেটিক্স উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৬ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৬ PM

bdmorning Image Preview


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

হিলি সীমান্তে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় নিওসিফ ট্যাবলেট ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সীমান্তের নন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

হিলি সীমান্তের মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম জানান, ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারী সীমান্ত অতিক্রম করছে এমন খবর পেয়ে তারা অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ৬টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তাগুলো থেকে দেড় লাখ পিস নিওসিফ ব্যথানাশক ট্যাবলেট ও ভারতীয় কসমেটিক্স উদ্ধার করেছেন। উদ্ধারকৃত মালামালগুলি হিলি কাস্টমস এ জমা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview