Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে সিএনজি অটোরিক্সা ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর বিভিন্ন স্থানে মধ্যরাতে যাত্রী বেশে নির্জনে গিয়ে সিএনজি অটোরিক্সা ছিনতাই করতো একটি চক্র। মোঃ সরোয়ার ওরফে সবুজ (৩৩)  নামে এই চক্রের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। সেই সাথে উদ্ধার করেছে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা ও একটি মোবাইল ফোন।

থানা সূত্রে জানা যায়, মোঃ সাহাদাত হোসেন নামের এক সিএনজি অটোরিক্সার মালিক ১০ ডিসেম্বর’১৮ খিলগাঁও থানায় এসে অভিযোগ করেন, তার মালিকাধীন ভাড়ায় চালিত একটি সিএনজি (ঢাকা মেট্রো-থ- ১৩-০৯২৯) ছিনতাই হয়েছে। ঘটনার বিবৃতিতে তিনি জানান, ০৯ ডিসেম্বর ২০১৮ তারিখ দিবাগত রাত অনুমান ২ টায় মালিবাগ রেলগেট হতে যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্য কয়েকজন লোক তার সিএনজিটি ভাড়া করে। সিএনজি চালক তাদের নিয়ে যাত্রাবাড়ীর উদ্দেশ্য রওয়ানা হয়ে খিলগাঁও থানাধীন খিদমাহ হাসপাতালের সামনে পৌঁছালে অটোরিক্সায় থাকা ছিনতাইকারীরা ড্রাইভারকে মারধর করে ছোরা ও চাকুর ভয় দেখিয়ে জোর পূর্বক সিএনজি নিয়ে পালিয়ে যায়। এসময় ড্রাইভারের ব্যবহৃত একটি সিম্ফনি মোবাইল ফোনও নিয়ে যায় ছিনতাইকারীরা।

পরবর্তী সময়ে ড্রাইভারের ছিনতাইকৃত মোবাইল দিয়ে সিএনজি’র মালিককে কল করে ৫০ হাজার টাকা দাবি করে ছিনতাইকারীরা। বিনিময়ে তার সিএনজি ফিরিয়ে দিবে। সিএনজি’র মালিক ও বাদী সরল বিশ্বাসে ছিনতাইকারীদের দেয়া ২ টি বিকাশ নাম্বারে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা দেয়। কিন্তু ছিনতাইকারীরা বাদীর সিএনজি ফেরৎ না দিয়ে তালবাহানা করতে থাকে। বাদী নিরুপায় হয়ে থানা পুলিশের সহায়তা চাইলে খিলগাঁও থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের সরোয়ারকে ১০ ডিসেম্বর ৪টায় খিলগাঁও থানাধীন সিপাহীবাগ টেম্পুষ্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা অবস্থান এবং তার সহযোগীদের নাম বলে। ঐদিনেই গ্রেফতারকৃত ছিনতাইকারীর দেখানো মতে সিএনজি অটোরিক্সা উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

এ সংক্রান্তে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে পলাতক ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview