Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের রহমতপুর নুনা থেকে এক স্থানীয় বালু ব্যবসায়ী আজিজুল হকের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

সে ঐ এলাকার রহমতপুর গ্রামের মৃত হিসামুউদ্দীর ছেলে। এলাকায় র্দীঘদিন ধরে নুনা থেকে ড্রেজার মিশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ জানান স্থানীয়রা।

নুনার পাড়ে বসবাসরত কয়েকজন বলেন, বালু উত্তোলনের ফলে আমাদের আবাদি জমি নষ্ট হচ্ছে। উদ্বেগজনক ভাবে বাড়ছে নুনার পাড় ভাংঙ্গন। এভাবে বালু উত্তোলন করলে ভূ-গর্ভের শূণ্যস্থানে পৌঁছোলে তখন ভূমি ধসের আশষ্কা রয়েছে।

গোপন সূত্র জানায়, উপজেলায় কোনো বালু মহল না থাকলেও অবৈধভাবে বালু উত্তোলন করে বাজারে উচ্চ দরে বিক্রি করছে আজিজুল হক। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজার মিশিন দিয়ে ৯ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। 

ড্রেজার চালক আফজাল বলেন, বালু উত্তোলনের জন্য আমাদের কোনো অনুমতিপত্র নাই। আমি কর্মচারী হিসাবে ড্রেজারে কাজ করছি।

বালু উত্তোলনকারী আজিজুল হক বলেন, ফসল হচ্ছে না, তাই নিজের জমিতে পুকুর করব। তাই বালু বিক্রি করছি।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার এম.জে আরিফ বেগ বলেন, আমি মুঠোফোনে জেনে ইউনিয়ন ভূমি অফিসারকে তদন্ত করার জন্য বলেছি। তদন্ত শেষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। 

Bootstrap Image Preview