Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টিনের ঘরের পরিবর্তে গৃহহীনরা পাচ্ছে ইটের ঘর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:১৮ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:১৮ PM

bdmorning Image Preview


এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

'আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার' ঘোষিত সবার জন্য বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১১৩ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

উপজেলার জালালপুর ইউনিয়নে যাদের জমি আছে, কিন্তু ঘর নেই এমন ১১৩ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, উপজেলার জালালপুর ইউনিয়নের ১১৩টি পরিবার যাদের জমি আছে, ঘর নেই এমন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘর ১ লক্ষ টাকায় নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান কাজ শুরু করেছেন।

জালালপুর ইউনিয়ন পরিষদের পুরষ্কারপ্রাপ্ত চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, আশ্রয়ন প্রকল্প-২ আওতায় জালালপুর ইউনিয়নে ১১৩টি ঘর নির্মণের কাজ চলছে। এই গ্রহীতা হলেন যাদের জমি আছে ঘর নাই তারা। এদের সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিদের সহোযোগিতায় তালিকা করে ঘর প্রদান কার হচ্ছে।

সরকারি প্রদত্ত ঘরের নমুনা হলো- ভিটে ইটের আর দেওয়াল টিনের। তবে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের পরামর্শক্রমে টিনে দেওয়ালের পরিবর্তে ইটের দেওয়ালের ব্যবস্থা করেছে। এতে করে অসহায় গরীব মানুষের একটি নিদিষ্ট থাকার জায়গা হলো।

অপরদিকে, বাড়ি পাওয়া পরিবারগুলো প্রধাানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালের বিভিন্নএলাকা ঘূর্ণিঝড়ে আক্রান্ত হওয়ায় বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গৃহহীন পরিবারসমূহকে পুনর্বাসনের নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে ১৯৯৭ সালে 'আশ্রন' নামে একটি প্রকল্প প্রহণ করা হয়।

Bootstrap Image Preview