Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, অক্টোবার ২০১৮ | ৪ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

১০৬-এ ফোন; বিএসটিআই-রাজউকে দুদকের অভিযান

বিডিমর্নিং : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৪ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৭ AM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরার ১১নং সেক্টরে রাজউকের নিয়ম অমান্য করে বাড়ি নির্মাণ হচ্ছে  দুদক হটলাইন ১০৬ এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালান দুর্নীতি দমন কমিশনের(দুদক) একটি টিম।

গতকাল বুধবার(১৯ সেপ্টেম্বর)দুদকের সহকারী পরিচালক মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাঁর সাথে রাজউকের অথরাইজড অফিসারের উপস্থিতিতে পুলিশসহ ০৯ সদস্যের একটি টিম ছিল।

দুদক সদস্যরা সরেজমিনে গিয়ে দেখতে পান উত্তরা ১১নং সেক্টরের ১৬নং রোডের ১৭নং বাড়িটি রাজউকের নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছে। রাজউকের নকশায় বাড়িটির সামনে ৬ফিট এবং পেছনে ৫ফিট জায়গা ছাড়ার কথা থাকলেও কোন জায়গা না ছেড়েই বাড়ি নির্মাণ হচ্ছে।

এ ঘটনা উদ্ঘাটনের পর দুদকের নির্দেশে রাজউকের অথরাইজড অফিসারের বাড়িটির নির্মাণকাজ বন্ধ করে দেন এবং বাড়ির মালিককে তিন দিনের মধ্যে বর্ধিত অংশ ভেঙে ফেলার নোটিশ প্রদান করেন।

একই দিন বিভিন্ন ভোজ্য তেলের মান সঠিকভাবে নিরীক্ষিত হচ্ছে কিনা, তা যাচাই করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই)- এর প্রধান কার্যালয়ে যায় দুদক সদস্যরা।সহকারী পরিচালক নারগিস সুলতানার নেতৃত্বে পুলিশসহ ৬ সদস্যের একটি টিম বিএসটিআই পরিদর্শন করেন।

এসময় দুদক সদস্যরা বিভিন্ন নামকরা ভোজ্য তেল কোম্পানির তেলের ল্যাব টেস্ট রিপোর্ট সংগ্রহ করে। দুদক সদস্যরা অন্যান্য খাদ্য দ্রব্যের ল্যাব টেস্ট রিপোর্ট যাচাই করতে গিয়ে লক্ষ্য করে , কিছু ফ্রুট সিরাপে ক্ষতিকারক বেনজয়িক এসিডের মাত্রা সহনীয় মাত্রার চেয়ে দ্বিগুণেরও বেশি পরিমাণে রয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দুদক টিম বিএসটিআই-এর উপ-পরিচালক (প্রশাসন)-কে পরামর্শ প্রদান করে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, ‘প্রাতিষ্ঠানিক সুশাসন সৃষ্টি এবং নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে দুদক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান চালাচ্ছে, এর উদ্দেশ্য দুর্নীতি প্রতিরোধ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা।’

Bootstrap Image Preview