Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিচ্ছেদের পথে হাঁটছেন অজয়-কাজল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ০৯:৪৯ PM আপডেট: ১০ এপ্রিল ২০২১, ০৯:৪৯ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা দম্পতি অজয় ও কাজল দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে সুখে সংসার করছেন। যেখানে অনেক তারকার ঘর ভাঙার খবরে চারদিকে মুখর সেখানে তারা এক প্রকার মাইলফলক। তাদের ঘিরেও নানা জল্পনার ডানা মেলেছে। শোনা যাচ্ছে, বর্তমানে একসঙ্গে থাকছেন না এই দম্পতি।

হ্যাঁ, সত্যিই একসঙ্গে থাকছেন না তারা। বলতে গেলে থাকার সুযোগ পাচ্ছেন না। তবে সেটি নিজেদের প্রয়োজনেই। সন্তানদের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন অজয়-কাজল।

এই তারকা দম্পতির মেয়ে বর্তমানে সিঙ্গাপুরে পড়াশোনা করছেন। করোনার এই সময়ে মেয়েকে একা ছাড়তে রাজি নন বাবা-মা। এজন্য সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনেছেন অজয়। সেখানে সন্তানকে নিয়ে থাকছেন কাজল।

অন্যদিকে, ভারতে সিনেমা নিয়ে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন অজয়। এই মুহূর্তে দেশ ছাড়া তার পক্ষে সম্ভব নয়। এজন্য স্ত্রী সন্তানকে ছেড়ে বর্তমানে মুম্বাইতেই থাকছেন এই বলিউড তারকা।

Bootstrap Image Preview