Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরীমণির রক্তচাপও কমে গেছে, সবার কাছে দোয়া চেয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেও জ্বরের কারণে শুটিং শেষ করতে পারলেন না ঢালিউড অভিনেত্রী পরীমণি। শুটিং থেকে বিরতি নিয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পরী। ৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, পরী জানিয়েছেন, চার দিন ধরে হাসপাতালে আছি। প্রচণ্ড ঠাণ্ডা ও জ্বর। ঠাণ্ডাটা কোনোভাবেই কমছে না। চেয়েছিলাম সিনেমার শুটিংটা শেষ করে দেব, তা আর হলো না। সবার কাছে দোয়া চাই।

পরী বলেন, রক্তচাপও কমে গেছে। তা ছাড়া নানুভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে একটা অন্যরকম সময় পার করছি। সৃষ্টিকর্তা যেন সুস্থ করে দেন।

সম্প্রতি রেজা ঘটক পরিচালিত ডোডোর গল্প সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমণি। এ ছাড়া একাধিক ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Bootstrap Image Preview