Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরিনীতির শরীরে নেই কোনো পোশাক, ছবি ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৯:২২ PM আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০৯:২২ PM

bdmorning Image Preview


২০১১ সালে যখন লেডিস ভার্সেস রিকি বহল ছবি দিয়ে বলিটাউনে পা রাখলেন পরিনীতি চোপড়া, তখন কে জানতো ওই মিষ্টি-গুবলুগাবলু মেয়েটিই একদিন ধামাক তৈরি করবেন।

তুখড় অভিনয় তো ছিলোই, এবার সুন্দরী বোবা ফাটালেন ফটোশুট দিয়ে। সম্প্রতি টপলেস অবতারে ছবি তুলে ঝড় তুললেন পরিনীতি।

কাজের জায়গাতেও তিনি একের পর এক ঝড় তুলছেন। আগামীতে তার দেখা মিলবে সাইনা নেহওয়ালের বায়োপিকে। ডাব্বু রতনানির ফোটোশুটে নগ্ন অবস্থায় ধরা দিলেন পরিনীতি। একটি হলুদ হলুদ রঙের হাতে ঠেলা গাড়িতে বসে থাকতে দেখা যায় তাকে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করেন ডাব্বু। ক্যাশনে লিখেছেন, 'Hitch Your Wagon To A Star!'

গত বছর অভিনেত্রী কিয়ারা আদভানির টপলেস ফটোশুট করেছিলেন।

Bootstrap Image Preview