Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনছেন নায়িকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ০২:৩৩ PM আপডেট: ০১ এপ্রিল ২০২১, ০২:৩৪ PM

bdmorning Image Preview


পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় রাজনৈতিক দল তৃণমূলের প্রার্থী হয়েছেন নায়িকা সায়ন্তিকা। চলছে সেখানে ভোট গ্রহণ। আর নায়িকা হওয়ায় ক্যামেরার বাড়তি ফোকাস তাকে ঘিরে। তাতেই এবার অভিযোগের উপাদান পেল প্রতিপক্ষ বিজেপি। গেরুয়া শিবির জানিয়েছে, ভোট কিনতে দেদারসে ভোটারদের টাকা দিচ্ছেন অভিনেত্রী।

আজ সকালে স্থানীয় একটি মন্দিরে গিয়ে পূজা দেন সায়ন্তিকা। সেখানে বাইরে থাকা কিছু মানুষের হাতে নগদ টাকা তুলে দেন। যার ছবি ও ভিডিও এখন ভাইরাল।

এ প্রসঙ্গে বিজেপির অভিযোগ, ভোটের সময় টাকা বিলি করছেন সায়ন্তিকা। তিনি নির্বাচনী বিধিভঙ্গ করছেন। এই বিষয়ে নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানাবে বলেও জানিয়েছে।

তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। বলেছেন, ‘মন্দিরে গিয়ে প্রণামী বক্সে টাকা না দিয়ে সেটা যদি দুঃস্থ মানুষদের হাতে দিই, তাতে সমস্যা কোথায়?’

তবে বিজেপির অভিযোগ এত টাকা দুঃস্থদের আগে দিয়েছেন কিনা- সেটা খতিয়ে দেখা উচিত।

উল্লেখ্য, এবার পশ্চিমবঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন টলি তারকা। এদের মধ্যে আছেন, সোহম, যশ, পায়েল, নুসরাত, মিমি, ইন্দ্রজিৎসহ অনেকে।

Bootstrap Image Preview