
 
 
												    মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা ভালো নেই। ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেশ কয়েক বছর ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা। চিকিৎসা চললেও এবার ব্যথা বেড়ে যাওয়ায় তাকে নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দেয় চক্রবর্তী পরিবার।
জানা যায়, ২০০৯ সাল থেকে পিঠের ব্যথায় ভুগছেন মিঠুন চক্রবর্তী। ২০১৬ সালে একবার হাসপাতালে ভর্তি করা হয় ৬৬ বছরের এই অভিনেতাকে। ওই ঘটনার পর প্রায় দু'বছরের মাথায় ফের অসুস্থ হয়ে পড়লেন মিঠুন।
