
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। একের পর এক নাটক-টেলিছবিতে নানা রকম চরিত্রে অভিনয় করে জয় করেছেন দর্শকদের মন। সম্প্রতি মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় ‘ব্রা-দার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানে তাকে দেখা যাবে, একজন অন্তর্বাস বিক্রেতার চরিত্রে।
রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং সম্পন্ন হয়েছে। এই চলচ্চিত্রটির গল্প ও কাহিনীচিত্র নির্মাতা নিজেই তৈরি করেছেন।
মাবরুর রশিদ বান্নাহ বলেন,‘মূলত,এখানে একজন অন্তর্বাস বিক্রেতার জীবন উপজীব্য নিয়ে এই চলচ্চিত্রটির কাহিনি নির্মাণ করা হয়েছে। এই গল্পে দেখা যাবে,একটি ছেলে তার পড়াশোনা শেষ করে অনেক খোঁজাখুঁজির পরও যখন কোনো চাকরি না পায় সেই সময় বাধ্য হয়ে সে তার বাপ-দাদার পারিবারিক ব্যবসা শুরু করে। কিন্তু সে যে ব্যবসা করে সেটা সমাজের চোখে অনেক ছোট একটি কাজ। কেননা সে একজন আন্ডার গার্মেন্টস ব্যবসায়ী। সে কোথাও তার ব্যবসার পরিচয় দিতে পারে না। এমনকি নিজের গার্লফ্রেন্ডের কাছেও সে এটা বলতে পারে না এবং এই নিয়ে শুরু হয় অনেক সমস্যা।’
তিনি আরো বলেন,’অন্যান্য পোশাক বিক্রেতাদের মতো অন্তর্বাস বিক্রেতাদেরও একটি বড় শ্রেণী গড়ে উঠেছে এই সমাজের প্রয়োজনে। কিন্তু যখন তাদের পেশার কথা সামনে চলে আসে তখনই সমাজের অনেকেই নাক কুঁচকে ফেলেন। আসলে এখানে সামাজের নানা নেতিবাচক প্রতিবন্ধকতাটাই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
প্রসঙ্গত, আফরান নিশো ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সামিয়া অথৈ, গোলাম রাব্বানী মিন্টু,সাহেদ আলি,সিয়াম নাসির। আগামী ২২ নভেম্বর আইফ্লিক্সে মুক্তি পাবে ‘ব্রা-দার’।
