Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জীবনের গল্প বলতে ঢাকায় আসছেন মনীষা কৈরালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:২৯ PM আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview


বাংলা একাডেমিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাহিত্য আসর ‘ঢাকা লিট ফেস্ট’ আয়োজনে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা।

জানা গেছে, মনীষা তার অভিনয় যাত্রা ছাড়াও ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার কথা তুলে ধরবেন। এমনকি তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের কথা রয়েছে। ঢাকায় লিট ফেস্টে নিজের জীবন ও বই নিয়ে কথা বলবেন তিনি।

উল্লেখ্য, মনীষা কৈরালা ছাড়াও এবারের লিট ফেস্টের আসরে বিশ্বের অনেক খ্যাতিমান সাহিত্যিকের অংশ নেয়ার কথা রয়েছে। ভারতীয় লেখক, অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস আসতে পারেন। ঢাকা লিট ফেস্ট ২০১৮ এর সার্বিক বিষয় নিয়ে আগামী ৪ নভেম্বর সকালে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview