Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রভার পাগলামীতে প্রেমে পড়েছেন জোভান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৬ PM আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৬ PM

bdmorning Image Preview


বিয়ের দিনই ইরার সাথে খারাপ ব্যবহার করে আসলাম। কারণ আসলামের বাবা তাকে জোর করে ইরার সঙ্গে বিয়ে দিয়েছেন। সেদিন কিছু বলেনি ইরা। কিন্তু বিয়ের পরদিন সকালে আসলামের বিছানায় পানি ঢেলে তার ঘুম ভাঙায় ইরা।

আসলাম তার বাবাকে অনেক বেশি ভয় পায়। ইরাকে কিছু বলতে গেলে সে আসলামকে শ্বশুরের ভয় দেখায়। তাই ইরাকে আর কিছুই বলে না। ইরা একেক সময় একেকটা বুদ্ধি প্রয়োগ করে। এভাবে চলে কয়েকদিন। আস্তে আস্তে ইরার প্রতি ভালোবাসা বাড়ে আসলামের। এগিয়ে চলে ইরার পাগলামীর গল্প।

নাটকটিতে ইরার ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর আসলামের ভূমিকায় রয়েছেন ফারহান আহমেদ জোভান। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আহসানুল হক মিনু, তুলিয়া ইয়াসমিন পাপিয়া, জাহাঙ্গীর হোসেন বাবর, মাসুদ আহমেদ, জি এম মহসিন, নাজিম হামিদ ও অন্যান্য। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুসাফির রনি।

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী শনিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

Bootstrap Image Preview