Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমি কী রাস্তার লোক, জায়েদের কাছ থেকে টাকা নিবো: মুনমুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২২, ০৪:০৯ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২২, ০৪:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন জায়েদ খানের কাছ থেকে মুনমুন টাকা নিয়েছেন এমন অভিযোগ উঠেছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জায়েদ। নির্বাচনের দিন জায়েদ ও মুনমুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে নিজ প্যানেলের একটি তালিকা মুনমুনের হাতে দিতে দেখা গেছে জায়েদকে। ওই সময় জায়েদ মুনমুনকে টাকা দিয়েছেন - এমন অভিযোগ করেছেন অনেকে।

আজ রবিবার ফেসবুকে মুনমুন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মুনমুন বলেন, ‘আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিয়েছি। আমি কী রাস্তার লোক? আমি নির্বাচনের দিন এফডিসিতে কালো রঙের পোশাক পরে গিয়েছিলাম। তার সঙ্গে মিলিয়ে কালো রঙের মাস্ক পরেছিলাম। সেই মাস্কটিই আমি খুলে ব্যাগের মধ্যে রেখেছিলাম। আমি নাকি টাকা নিয়ে ভোট দিয়েছি। টাকা দিয়ে আমাকে কিনবে? রাস্তার মধ্যে টাকা দিবে? সেই টাকা খেয়ে আমি ভোট দিব- তাই না?

আমার নামে এ ধরনের একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি কী রাস্তায় দাঁড়িয়ে জায়েদের থেকে টাকা নিবো? আমার যদি টাকা নেওয়ার ইচ্ছে হয় জায়েদের থেকে- আমার বাসা জায়েদ চেনে। সে আমার ফেসবুক ফ্রেন্ড। আমি চাইলে যে কোনোভাবেই জায়েদের থেকে টাকা নিতে পারি। এফডিসিতে নির্বাচনে সবাই তো এভাবেই হাত ধরে ধরে ভোট চায়। এফডিসিতে ঢোকার পর জায়েদ আমাকে একটা পেপার দিলো। প্যানেলের তালিকা। বললো আপা, ‘ভুলত্রুটি হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরো প্যানেলকে ভোট দিয়েন। আর ছোট ভাইটার দিকে খেয়াল রাখবেন।’

জায়েদের কাছ থেকে আমি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিচ্ছি, টাকা নিয়ে ভোট দিবো - এরকম একটা অন্যায় কথা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি কী রাস্তার লোক- আপনারা মনে করেন। আমি রাস্তার লোক?’

Bootstrap Image Preview