Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'হট শটসে'র সঙ্গে আমার স্বামীর কোন সম্পর্ক নেই : শিল্পা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১২:১১ PM
আপডেট: ২৫ জুলাই ২০২১, ১২:১২ PM

bdmorning Image Preview


রাজ কুন্দ্রা পর্ন ভিডিও তৈরির সঙ্গে যুক্ত নন বলে মুম্বাই পুলিশকে জানিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। পর্ন ভিডিও-কাণ্ডে গ্রেপ্তার তার স্বামী রাজ কুন্দ্রা। শিল্পাকে শুক্রবার এ ব্যাপারে জেরা করে মুম্বাই পুলিশ। নিজেদের বাড়িতেই এদিন পুলিশের প্রশ্নের জবাব দেন অভিনেত্রী শিল্পা।

পুলিশকে শিল্পা জানান, হট শটস ভিডিও অ্যাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওই অ্যাপে কি কনটেন্ট রয়েছে সে ব্যাপারেও কিছু জানেন না তিনি। 

এর আগে গত সোমবার, পর্ন ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সংবাদ সংস্থা এনএনআইকে শিল্পার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মুম্বাই পুলিশকে অভিনেত্রী সাফ জানিয়েছেন তার স্বামী নির্দোষ। শিল্পা আরো দাবি করেন, তার স্বামী পর্নোগ্রাফি তৈরি করেন না। পাল্টা রাজের বিজনেস পার্টনার ও আত্মীয় প্রদীপ বকশির কোর্টে বল ঠেলে দেন অভিনেত্রী।

শিল্পা বলেন, লন্ডনে অবস্থানকারী প্রদীপ একজন দাগি অভিযুক্ত। ওই অ্যাপের যাবতীয় কর্মকাণ্ড সে-ই দেখভাল করে। 

এদিকে রাজ-শিল্পার ব্যাংক হিসাব খতিয়ে দেখছে পুলিশ। রাজের অপর কম্পানি জেএল স্ট্রিমও এখন পুলিশের নজরদারিতে।

ভারতীয় গণমাধ্যমের খবর, পাঁচ মাস আগে একটি ওয়েবসাইটের জন্য প্রমোশন্যাল ভিডিও শুট করেন শিল্পা। ওই ওয়েবসাইটেও অ্যাডাল্ট কনটেন্ট তুলে ধরা হয় এবং এখনো তা চালু রয়েছে। 

অন্যদিকে রাজ কুন্দ্রাকে পুলিশি হেফাজতে রাখার মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন মুম্বাইয়ের আদালত। তবে গ্রেপ্তার চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন রাজ কুন্দ্রা। তার আইনজীবী বলছেন, যেসব ভিডিওর জেরে রাজকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলো পর্ন নয় এবং ব্রিটিশ একটি কম্পানির জন্য তিনি সেগুলো বানিয়েছিলেন।

Bootstrap Image Preview