Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হট লুকে ধরা দিলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২১, ১২:০৪ PM
আপডেট: ৩০ মে ২০২১, ১২:০৪ PM

bdmorning Image Preview


সদ্য রাজনীতিতে নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। গেলো বৃহস্পতিবার (২৭ মে) নেটমাধ্যমে কাঁধ খোলা সাহসি ছবি পোস্ট করেছেন কাঞ্চন মল্লিকের অভিনেত্রী স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বৃষ্টি তোর গায়ে কোনও রং নেই, ন্যুড বলেই কি তুই এত ভাল? রক্তের রং লাল বলেই মিথ্যের রং কালো?’

এর আগেও নেটমাধ্যমে সাহসী ছবি পোস্ট করেছেন পিঙ্কি। কিন্তু এখন তিনি বিধায়কের স্ত্রী হওয়ায় ট্রোল হতে বেশি দেরি হচ্ছে না।

অভিনেত্রীর দাবি, ‘কাঞ্চন মল্লিক আমার স্বামী। অবশ্যই আমি বিধায়কের স্ত্রী। কিন্তু এই পরিচয়ে আমি বাঁচি না। আমি অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। এই নামেই অভিনয় দুনিয়া আমায় চেনে। এই নামেই আমার কাছে পারিশ্রমিকের চেক আসে। এই পিঙ্কি আগেও সাহসি ছবি দিয়েছে। সেই পিঙ্কিই বৃহস্পতিবার বৃষ্টি দেখতে দেখতে নিজেকে মেলে ধরেছে নিজের সামাজিক পাতায়।’

পিঙ্কি রাজনীতি একেবারেই বোঝেন না। তাই স্বামীর রাজনীতি নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই। বরাবর তাঁরা পরস্পরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এসেছেন। দুজনেই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। তাই স্বামীর সঙ্গে রাজনীতি নিয়ে কোনও দিন আলোচনাও করেননি এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘কাঞ্চন অনেক লড়াই করে জিতেছে। নিশ্চয় সেটা আনন্দের। পাশাপাশি আমার মতে, রাজনীতিতে আসা মানেই শিল্পীসত্ত্বার অপমৃত্যু ঘটা। এক জন ভাল শিল্পীর মৃত্যুতে আরেক জন শিল্পীকে কখনও কেউ খুশি হতে দেখেছেন? আমারও সেই অবস্থা।’

সূত্র: আনন্দবাজার

Bootstrap Image Preview