Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমানবন্দরে ভক্তের চুম্বন, কোভিড আক্রান্ত অভিনেত্রী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০২:৩৯ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০২১, ০২:৩৯ PM

bdmorning Image Preview


বলিউড অভিনেত্রী আরশি খানের সঙ্গে কদিন আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। বিমানবন্দরে এক ভক্ত তার সঙ্গে ছবি তোলেন। এখানেই শেষ নয়। প্রিয় অভিনেত্রী কাছে পেয়ে সেলফি তোলার নাম করে অভিনেত্রীর হাতে চুম্বন করে দৌড়ে পালান।

কদিন আগেই ওই ভিডিওটি ভাইরাল হয়। এর দু’দিন পরে জানা গেলো সেই অভিনেত্রী কোভিড-১৯ পজেটিভ। কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন আরশি খান।

তিনি জানিয়েছেন বিমানবন্দর থেকে তাকে যে রিপোর্ট দেয়া হয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে তিনি কোভিডে আক্রান্ত। হাল্কা উপসর্গও রয়েছে তার।

কিন্তু প্রশ্ন হলো, বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ঘোষণা করলেও তা না মানা ওই ব্যক্তি (যিনি আরশিকে চুম্বন করেছিলেন) এখন কেমন রয়েছেন? প্রশ্ন উঠছে উদাসীনতা নিয়েও। আরশি খান এবং তার ওই ভক্তের মুখে মাস্ক ছিল না।

Bootstrap Image Preview