Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবা হারালেন জায়েদ খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১২:৫৮ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০, ১২:৫৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়ক জায়েদ খানের বাবা এম এ হক। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

চিত্রনায়ক জয় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং ক্যানসারে আক্রান্ত ছিলেন এম এ হক। গত চারদিন তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল তার অবস্থা অনেকটাই ভালো ছিল।

মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পিরোজপুরে দুটি জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

Bootstrap Image Preview