Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিউজিক ভিডিওতে মডেল মারিয়া নুনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১২:৩৯ AM
আপডেট: ২৯ মে ২০১৯, ১২:৩৯ AM

bdmorning Image Preview
সংগ্রহীত


জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের ‘বড় ভালবাসি’ গানটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে। মেঘ মিলন, মিথ্যা শিখালি, দিল আমারসহ বেশকিছু জনপ্রিয় গান গেয়ে ইতিমধ্যে দর্শকমন জয় করেছে। ‘বড় ভালবাসি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে সিডি চয়েসের ব্যানারে। গানটির কথা ও সুর উভয়ই করেছেন শিল্পী নিজেই।

সংগীত আয়োজনে ছিলেন সাজীদ সরকার। গানটির শুটিং হয়েছে নারায়ণগঞ্জের পানামসিটি, সাভারের গোলাপবাগানসহ ঢাকার আশপাশে বেশকিছু লোকেশনে। গানটিতে তানজীব সারোয়ারে বিপরীতে মডেল হিসেবে অভিনয় করেছেন মারিয়া নুনী। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন তরুণ মেধাবী পরিচালক সোহেল রাজ। তানজীব সারোয়ার বলেন, গানটিতে দর্শকরা অনেক চমক পেয়েছে।

Bootstrap Image Preview