Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাকিব খান আসছেন ‘ম্যাগনেট’ নিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেরা নায়কের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন শাকিব খান। ‘সত্তা’ সিনেমার জন্য এ পুরস্কার পেলেন তিনি। একই দিন শাকিব খানকে নিয়ে নতুন ছবির খবর জানালেন পরিচালক মাহমুদ হাসান শিকদার। ছবির নাম ‘ম্যাগনেট’।

পরিচালক মাহমুদ হাসান সিকদার জানান, সম্প্রতি শাকিব খানের সঙ্গে ম্যাগনেট সিনেমার গল্প নিয়ে কথা বলেছেন। গল্প পছন্দ করেছেন তিনি। শিগগিরই ছবির কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ‘ম্যাগনেটের গল্পটি এখনই শেয়ার করতে চাই না। শুধু বলব, ভালো একটি কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করছি।’ এই ছবিতে ভিন্ন এক লুকে দেখা যাবে শাকিব খানকে।

ছবিটি নিয়ে শাকিব খান বলেন, ‘ম্যাগনেটের গল্পটি ভালো লেগেছে। আশা করছি কাজটি করা হবে। আসলে নতুন গল্প নিয়ে কাজ করতে ভালো লাগে। ম্যাগনেটে তা আছে।’

এদিকে, শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন তার প্রযোজিত ‘বীর’ ছবিটি নিয়ে।

Bootstrap Image Preview