Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেহজাবিনকে চেনা দায়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৯:৫৭ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৯:৫৭ PM

bdmorning Image Preview


জীর্ণ-শীর্ণ ময়লা পোশাক ও কালিমাখা চেহারা। ডোবার পাশে মাটিতে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবি দেখে চেনার উপায় নেই তিনি ছোট পর্দার প্রিয় মুখ মেহজাবিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমনই একটি ছবি প্রকাশ করেছেন লাক্স তারকা মেহজাবিন। ছবির ক্যাপশনে লিখেছেন, পতঙ্গ।

জানা যায়, ‘পতঙ্গ’ নামের নতুন একটি নাটকে দেখা যাবে তাকে। রিফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে তার সঙ্গী হয়েছেন আফরান নিশো।

এতদিন মেহজাবিনকে সবাই রোমান্টিক গল্প ও মিষ্টি প্রেমের গল্পে খুঁজে পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তাকে ধনীর দুলালী হিসেবেই দেখা গেছে। সেদিক থেকে মেহজাবিনের এই চরিত্রটি সম্পূর্ণ আলাদা। এখন দেখার অপেক্ষা মেহজাবিন ভক্তদের জন্য নতুন কি চমক অপেক্ষা করছে।

Bootstrap Image Preview