Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেখতে অবিকল ঐশ্বরিয়া রায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে ইরানী এক মডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ঝড় তোলা ওই ইরানী মডেলের নাম মহলঘা জাবেরি।

গণমাধ্যম জানিয়েছে, ঐশ্বরিয়ার মতোই মহলঘা জাবেরির ভক্তের সংখ্যাও চোথে পড়ার মতো। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন প্রায় ২৭ লাখ ৯২ হাজার মানুষ।

শুধু তাই নয়, আরেক জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে তার মিল রয়েছে। সম্প্রতি লাইফ স্টাইল ম্যাগাজিন 'মেনস্কেপের'র জরিপে তিনিও বিশ্বসেরা সুন্দরীদের তালিকায় নাম লিখিয়েছেন।

ঐশ্বরিয়ার মতো অবিকল দেখতে যেমন মহলঘা, তেমনি জ্যাকুলিন ফার্নান্দেজের মতো দেখতে আরেকজন আছেন। তিনি হলেন আমান্ডা সারনি। সম্প্রতি মুম্বাই এক বলিউড অভিনেত্রীর সঙ্গে দেখা করতে আসেন।

এছাড়া বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার মতো দেখতেও একজন আছেন। তিনি আমেরিকান গায়িকা জুলিয়া মিশেলস। এই দুজনের দ্বৈত ছবি ক'দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে।

Bootstrap Image Preview