Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারী ও শিশু নির্যাতন মামলা থেকে মুক্তি পেলেন ন্যান্সি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, তার স্বামী নাজিমুজ্জামান যায়েদ ও ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করেছিলেন তার ভাইয়ের স্ত্রী সামিউন্নাহার শানু। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর রাতে নেত্রকোনা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। ভাইয়ের স্ত্রীর করা সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ন্যান্সি ও তার স্বামী। তবে ন্যান্সির ভাইয়ের বিরুদ্ধে মামলা চলবে।

শুনানি শেষে গত মঙ্গলবার (২ এপ্রিল) নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মামলাটি নিষ্পত্তির আদেশ দেন। ন্যান্সি এই মামলার দ্বিতীয় আসামি এবং তার স্বামী নাজিমুজ্জামান তৃতীয় আসামি ছিলেন।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘মামলার রায় আমাদের পক্ষে এসেছে। এতে খুব ভালো লাগছে। কারণ দীর্ঘদিন ধরে ঝামেলায় ছিলাম, এবার এটা দূর হয়েছে।‘

ওই মামলার অভিযোগে বলা হয়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে ২০১৫ সালে সানি ও শানুর বিয়ে হয়। শানু শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। তাদের চার মাস বয়সী একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সানি তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। এরপর টাকা দিতে না পারায় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন শানু। আর এতে কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার স্বামীর প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে বলেও মামলায় অভিযোগ আনা হয়।

Bootstrap Image Preview