Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাঁচি হাতে গম ক্ষেতে হেমা মালিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview


ভারতে এবার লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন অনেক তারকা। কাঁচি হাতে খেক্ষে নেমে গম কাটছেন হেমা মালিনী। পাশে দাঁড়িয়ে আছে কৃষক, কৃষক রমণীরা। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এভাবেই ভারতের লোকসভা নির্বাচনে ভোটের প্রচার শুরু করলেন মথুরা এলাকা থেকে বিজেপি প্রার্থী হেমা মালিনী। গম কাটার কয়েকটি ছবি তিনি টুইটারে পোস্টও করেন। হেমার প্রচার অভিযানকে কটাক্ষ করতে ছাড়েনি অনেকে।

গত লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্র থেকে তিন লাখ তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন হেমা। এবারও তিনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। গোবর্ধন ক্ষেত্র এলাকা থেকে সোমবার প্রচার শুরু করেন তিনি। সেখানে মাঠে নেমে গম কাটেন। শুধু তাই নয়, তিনি কাটা গম নিজের হাতে অন্যত্র সরিয়ে রাখেন। 

চারটি ছবি টুইট করে হেমা লেখেন, ‘গোবর্ধন ক্ষেত্র থেকে প্রচার শুরু করলাম। সুযোগ হল মাঠে কাজ করতে থাকা কয়েক জন মহিলার সঙ্গে কথা বলার।’

ওই ছবি টুইটারে ভাইরাল হয়েছে। তবে হেমার প্রশংসার চেয়ে তির্যক মন্তব্যই বেশি করেছেন ব্যবহারকারীরা। চৌকিদার চোর হ্যায় নামে এক জন লিখেছেন, ‘পাঁচ বছরে আপনার কৃষকদের কথা মনে পড়ল না। ভোট আসতেই ছবি তুলতে চলে এলেন। আপনারা আর কত দিন গরীবদের নিয়ে মজা করবেন?’ 

প্রিয়ঙ্কা সিংহ যাদব লিখেছেন, ‘নিজের সংসদীয় এলাকার জন্য যদি কিছু করতেন, তা হলে আজ এই কাজের দরকার হত না।’ প্রবাল পনিয়ার টুইট, ‘বাহ্ হেমাজি! ভোট আসতেই নাটক শুরু।’

প্রশংসাও করেছেন কেউ কেউ। সোনিয়া চোপড়ার টুইট, ‘রাজনীতিক, অভিনেত্রী, শিল্পী, মা— সব ভূমিকাতেই আপনি পরিশ্রমী, পারদর্শী। আপনি সৎ এবং একনিষ্ঠ ভাবে কাজ করেন।’

শুধু হেমা নন, কয়েকদিন আগে পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রও টুইটারে ছবি পোস্ট করে ব্যবহারকারীদের কটাক্ষের শিকার হয়েছিলেন। ওই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের সাফল্য নিয়ে। এ দিনও ফের পুরীতে গ্রামবাসীদের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্বিত। কিন্তু বিতর্ক এড়াতে রান্নার ছবি পোস্ট করেননি।

Bootstrap Image Preview