Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরলেই শিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৭ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদ চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী। গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে পলাশের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেন এই নায়িকা। পলাশ আহমেদকে মানসিক সমস্যার কারণে চার মাস আগে তালাক দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পলাশের সাথে বৈবাহিক সম্পর্ক না থাকলেও এ ঘটনায় শিমলাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। শুটিংয়ের জন্য মুম্বাই অবস্থান করা এই নায়িকা দেশে ফিরলেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। পলাশের বেপরোয়া জীবনের নানা দিক সম্পর্কে জানতে চাওয়া হবে তার কাছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, বাংলাদেশ বিমানের বোয়িং ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনার তদন্ত হচ্ছে। এই বিষয়ে জানার জন্য যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। পলাশের ব্যক্তিগত জীবনের তথ্য জানা দরকার। নায়িকা শিমলা যেহেতু তার স্ত্রী ছিলেন, সেহেতু তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

Bootstrap Image Preview