Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জাহিদ হাসান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


দুই পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের শারীরিক অবস্থা ভালো নেই। ঠাণ্ডাজনিত কারণে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছে। এজন্য গত রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসা শেষে গত বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে অভিনেতা আরফান আহমেদ বলেন, ‘গত ১০ ফেব্রুয়ারি জাহিদ ভাই দুটি নাটকের শুটিং করতে নেপালে গিয়েছিলেন। তার সঙ্গে আমিও ছিলাম। সেখানে ঠান্ডার মধ্যে টানা কাজ করার ফলে তিনি হঠাৎ কিছুটা অসুস্থ হয়ে পড়েন। এমনিতে আগে থেকে ওনার কোল্ড অ্যালার্জি ছিল। যে কারণে শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়। দেশে ফিরে জাহিদ ভাই নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যান। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।’

জাহিদ হাসানকে সপ্তাহ খানেক বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিছুদিন তিনি সম্পূর্ণ বিশ্রামেই থাকবেন। তাই আগামী এক সপ্তাহ জাহিদ হাসান কোনও শুটিংয়ে অংশ নিতে পারছেন না।

Bootstrap Image Preview