Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রিয়াংকার সাফল্যে ভয় পেয়েছিলেন মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২২ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


২০০০ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সেরার শিরোপা জেতার তিন বছর পর বলিউডে পা রাখেন প্রিয়াংকা চোপড়া। ক্যারিয়ারের শুরু থেকেই রকেটের গতিতে এগিয়ে গেছেন তিনি। তার সাফল্যে ভয় পেয়েছিলেন মা মধু চোপড়া।

বলিউডে মেয়ের ক্যারিয়ার নিয়ে প্রথম দিকে খুব দুশ্চিন্তায় ছিলেন মধু চোপড়া। তিনি বলেন, 'কখনো কখনো আমার মনে সংশয় হত যে, ও (প্রিয়াংকা) কি ঠিক পথে যাচ্ছে? এত দ্রুত প্রিয়াংকা নিজেকে নিয়ে এগোচ্ছিল, প্রায় রকেটের গতিতেই ও এগিয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল জীবনের বেশ কিছু দিক যেন ও মিস করে যাচ্ছে। কিন্তু এটা শুধু প্রথম দিকেই মনে হয়েছিল, তারপরে আমি বুঝতে পারি ও কি চায়।’

মায়ের সঙ্গে প্রিয়াংকার পার্পল পেবেল পিকচার্স প্রোডাকশন হাউসের অর্ধেক মালিকানা রয়েছে। এই প্রোডাকশন হাউস সামনে ‘ফায়ারব্র্যান্ড' রিলিজ করবে। নেটফ্লিক্স এর সঙ্গে এটি তাদের প্রথম যৌথ কাজ।

ইতিমধ্যে প্রিয়াংকা প্রযোজক হিসেবে ‘ভেন্টিলেটর', ‘সরবান', ‘পাহুনা'র মতো বেশ কিছু কাজের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলেছেন।

উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়ার তৃতীয় হলিউড সিনেমা ‘ইজ নট ইট রোমান্টিক?' ইতিমধ্যে রিলিজ করে গিয়েছে। ২৮ ফেব্রুয়ারি নেটফ্লিক্সের মাধ্যমে সিনেমাটি ভারতে মুক্তি পাবে। প্রিয়াংকার পরের কাজ বলিউডে সোনালি ঘোষ পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক' সিনেমা।

Bootstrap Image Preview