Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথমবার নিজের সুরে গাইলেন রুনা লায়লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৮ PM

bdmorning Image Preview


উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। অনেকদিন তার নতুন গান থেকে বঞ্চিত ছিলো ভক্তরা। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন এই কিংবদন্তী। প্রখ্যাত গীতিকার কবির বকুলের কথায় এবারই প্রথম নিজের সুরে গাইলেন রুনা লায়লা। সঙ্গিতায়োজন করেছেন লন্ডনের মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফে।

এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘অবশ্যই ধন্যবাদ দিতে চাই ধ্রুব গুহ’কে। কারণ তার যদি আগ্রহ না থাকতো তাহলে এই গানই হয়তো করা হয়ে উঠতো না। ধ্রুব সত্যিকারের একজন সঙ্গীত পিপাসু মানুষ। গানের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রতিনিয়ত আমার গানকে ঘিরে তারমধ্যে যে ভালোলাগা আমি দেখেছি তা শিল্পী হিসেবে আমাকেও বেশ অভিভূত করেছে। অবশেষে যখন গানটি রেকর্ড করা হলো তখন ধ্রুব’র মধ্য যে আনন্দ দেখেছি সেটা আমাকে মুগ্ধ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস আমার নতুন এই গান শ্রোতা-দর্শকের মধ্যে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে। কবির বকুল অসাধারণ একটি গান লিখেছেন। আর মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফেও অনেক শ্রম দিয়ে গানটি করেছেন। রাজাকে বিশেষ ধন্যবাদ এতো সুন্দর সঙ্গীতায়োজনের জন্য।’

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘রুনা আপা এই উপমহাদেশের শ্রদ্ধাভাজন শিল্পী। আমাদের দেশের গর্ব। তার সুর করা, তারই কণ্ঠের এই গান আমার প্রতিষ্ঠানের জন্য ভালো কাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই আমি মনে করি।’

উল্লেখ্য, খুব শীঘ্রই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।

Bootstrap Image Preview