Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালোবাসা দিবসে সরাসরি গাইবেন পড়শী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview


১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এদিন শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন। আর এমন ভালোবাসার দিনে শ্রোতাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না সংগীতশিল্পী পড়শী।

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আরটিভি মিউজিক স্টেশনে গাইবেন পড়শী ও তার ব্যান্ড বর্ণমালা। অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে চাইলে রাত ১১:২৫ মিনিটে চোখ রাখুন আরটিভির পর্দায়।

এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘ভালোবাসা দিবস সকলের কাছেই বিশেষ দিন। এদিন সবাই তার ভালোবাসার মানুষের সাথে সময় কাটানো কিংবা ভালোবাসার মানুষটিকে খুশি রাখার চেষ্টা করে। আমার ভালোবাসা যেহেতু গান, সেহেতু সেটি দর্শকের প্রাপ্য। বিশেষ দিনটিতে ভক্তদের গান শোনাতে পারবো সেটি ভেবে ভালো লাগছে।

উল্লেখ্য, ‘সরাসরি সঙ্গীতানুষ্ঠান’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শিবলী জিয়া।

Bootstrap Image Preview